Ad Code

Responsive Advertisement

How to root Walton primo H8 and install TWRP

Root Walton primo h8 and TWRP install with PC
আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন।

আপনার ওয়ালটন প্রিমো h8 ফোনটি কিভাবে রুট করবেন ।

Root করার জন্য যা যা প্রয়োজন হবেঃ:
Pc, OTG, mouse, and USB cable.


Root file
Walton Primo_H8__V15 Root file password:emon
Walton Primo_H8__V25 Root file password:emon


সবার প্রথমে আপনার প্রয়োজনীয় ফাইল এবং ছবি ব্যাকআপ করে নিবেন।
সতর্কতাঃ
আপনার ফোনের Build Number Version এবং এই স্ক্রিনশট এর Build Number Version (V15) না মিলে তাহলে দ্বিতীয় নিয়ম ফলো করুন, অথবা এখানে যে ফ্লাশ file দেওয়া আছে এইটি ফ্ল্যাশ করার পর প্রথম নিয়ম অনুযায়ী রুট করতে পারেন।
১. সবার প্রথমে আপনার ফোনের settingএ যাবেন ,তারপর about phoneএ যাবেন , তারপর build number তিন থেকে চার বার ক্লিক করবেন আপনার সেটিং-এ ডেভেলপমেন্ট অপশনটি চালু হয়ে যাবে।

২. তারপর developer option টি চালু করবেন এবং OEM UNLOCKING,USB DEBUGGING এই দুইটা অপশন Enable করে দিবেন।
৩. এবার আপনার ফোনটি fastboot এ নিয়ে যাবেন এবং পিসি সাথে ইউএসবি ক্যাবল দ্বারা কানেক্ট করবেন

এবার আমরা পিসিতে চলে আসব

প্রথম নিয়ম
1. ডাউনলোড ফাইলটি  extract করে নিবেন


2.Extract হবার পর Folder ওপেন করবেন। 

3. এবার আপনার পিসিতে adb drive ইনস্টল করবেন। আগে থেকে যদি করা থাকে তাহলে না করলেও হবে। ইনস্টটল করার জন্য adb install ফোল্ডারটি ওপেন করবেন তারপর adb and abd2 এই দুইটা ফাইল ডাবল ক্লিলিক করে ওপেন





তারপর আপনার সামনে দুইটা এডিবি drive ইনস্টল এর অপশন চলে আসবে দুইটাই ইন্সটল করে নিবেন
অথবা,tipe 1 and press enter  আপনার ড্রাইভার গুলি install হয়ে যাবে।
And press any key
তারপর আপনি আবারও হোমপেইজে চলে আসবেন।

4. এরপর 2 press করে Enter করে bootloader unlock করব।
2 press করে Enter করার পর আপনার ফোনের স্ক্রিনে (do you continue to unlock bootloader yes and no)এই ধরনের বা ভিন্ন লেখা আসতে পারে আপনি আপনার ফোনের ভলিউম আপ বাটন প্রেস করে ক্লিক করে yes করবেন আপনার ফোনে বুটলোডার আনলক হয়ে যাবে। আনলক হয়ে যাবার পর।


5. এরপর 4 press করে ফোনটি রুট করবো 
আর আপনার ফোনে যদি Twrp install করতে চান তাহলে 5press করে install করুন।

6. আপনার কাজ সম্পন্ন হয়ে গেলে 6press  করে ফোনটি অন করে নিন।
আপনার ফোনটি পাওয়ার ওয়ান হতে ১০-১৫ মিনিট টাইম নিবে,
তারপর phone power on হয়ে গেলে magisk manager apk ইন্সটল করুন/
আপনার ফোনটি যেকোনো রুট চেকারের সাহায্যে রুট চেক করে নিতে পারেন।


দ্বিতীয় নিয়ম:
1. উপরের ৩ ও ৪ নম্বর নিয়ম অনুযায়ী আপনার পিসিতে drive install এবং ফোনের bootloader unlock করে নিবেন।
2. তারপর 5 press করে ফোনে Twrp install করে নিবেন।
3. ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন রিকোভারী মুডে নিয়ে যাব।
4. এবার কাস্টম রিকভারি থেকে magisk manager zip file ইন্সটল করে নিব
কাস্টম রিকভারি তে এসে আপনার ফোনে touch এ কাজ করবে না সে ক্ষেত্রে আমরা OTG AND mouse
এর সাহায্যে কাজ করব।
5.magisk manager ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার ফোনটি অন করে নিবেন এবং যেকোন root চেকারের সাহায্যে চেক করে নিন।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement